নিজস্ব প্রতিবেদক : ‘উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র’ প্রতিপাদ্য নিয়ে সিলেট মহানগরীর রিকাবীবাজারে মোহাম্মদ আলী জিমনেসিয়ামে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো নজিবুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে আবদুল মোমেন, বিভাগীয় কমিশনার মো জামাল উদ্দীন আহমদ, পুলিশের উপ মহাপরিদর্শক মো কামরুল আহসান ও পুলিশ কমিশনার গোলাম রব্বানী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো জয়নাল আবেদীন।
উন্নয়ন মেলায় বিভিন্ন সরকারি দফতর ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা তুলে ধরছে।
Leave a Reply