সিলেট মহানগরীর হাউজিং এস্টেটের তাহফিজুল কুরাআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার ছাত্র রকিবুল ইসলাম (১৪) তিনদিন ধরে নিখোঁজ রয়েছে।
সোমবার মাদরাসা থেকে সে নিখোঁজ হয়েছে বলে দাবি করেছেন রকিবুলের তারবাবা মো রাশেদুল ইসলাম। এ ঘটনায় তিনি বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়রি (নং ১০০৬) করেছেন।
ডায়রি সূত্রে জানা গেছে, রকিবুল ইসলামের গায়ের রং ফর্সা। বাম হাতে কাটা চিহ্ন রয়েছে। তার সন্ধান পেলে ০১৭২২৭৭২৭৯৯ নম্বর মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply