নিজস্ব প্রতিবেদক : সিলেটে ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ কর্মসূচিতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ তরুণদেরকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সোনার মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলে ভবিষ্যৎ বাংলাদেশের হাল ধরার প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছে।
আওয়ামী লীগের প্রচার বিভাগের উদ্যোগে সোমবার দুপুরে মহানগরীর কবি নজরুল অডিটোরিয়ামে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, সাংসদ শেখ তন্ময়, কেন্দ্রীয় উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম ও জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। এছাড়া আওয়ামী পরিবারের সদস্য ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত তরুণরা দেশের বর্তমান রাজনীতি, আওয়ামী লীগে সুবিধাবাদীদের অনুপ্রবেশ, অনুপ্রবেশকারীদের নানা অপকর্ম, সাম্প্রতিক ঘটনাবলী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে এনে সাজা কার্যকর, দুর্নীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সিলেটের নানা সমস্যা ইত্যাদি নিয়ে প্রশ্ন করেন।
Leave a Reply