নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর টিলাগড়ে ছাত্রলীগ কর্মী তানিম খান হত্যার প্রতিবাদে এমসি কলেজ ও সরকারি কলেজে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট চলছে।
ছাত্রলীগের একাংশ আহুত এই ধর্মঘটের কারণে সোমবার প্রতিষ্ঠান দুটিতে কোন ক্লাস হয়নি। এ পরিস্থিতিতে এম সি কলেজে স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এছাড়া তানিম খানের খুনিদের গ্রেফতারের দাবিতে সকাল ১০টা থেকে টিলাগড়ে সিলেট-তামাবিল সড়ক দুই ঘণ্টা অবরোধ করে ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষোভ করেন ।
আধিপত্য বিস্তার নিয়ে রবিবার রাতে সিলেট সরকারি কলেজের স্নাতক শিক্ষার্থী ও জেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক রণজিত সরকারের অনুসারী তানিম খান খুন হন।
তার হত্যার জন্যে মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদের অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে।
Leave a Reply