তাকমিল হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার মহানগরীর চালিবন্দরে ছাত্র জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহবায়ক রেজাউল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ক্বারী শহীদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মাওলানা আব্দুল মালিক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক এম বেলাল আহমদ চৌধুরী, মহানগর জমিয়তের কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ উসমানী ও ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান মামুন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ জাহিদ আহমদ, কায়সান মোহাম্মদ আকবরী, মাহদী হাসান মিনহাজ, আবু হানিফ সাদী, হাফিজ মুজিবুর রহমান, ক্বারী জহির আহমদ, হোসাইন আহমদ, বিলাল হোসাইন, খালিক আহমদ, আব্দুল কুদ্দুস, আমজাদ হোসাইন, হাফিজ শাখাওয়াত হোসেন, শরীফ আহমদ, আলিম উদ্দিন, জাহেদ আহমদ, ইয়ামীন উদ্দিন, মুহিবুল ইসলাম, সাইদুল ইসলাম, নিজাম উদ্দিন, ওলিউর রহমান, সালমান আহমদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে ৫০ জন পরীক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
Leave a Reply