নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবির অভিযানে ৩ হাজারটি ভারতীয় মেহেদি ‘কাবেরি’ সহ এক চোরাকারবারি আটক হয়েছে।
এসএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ পরিদর্শক মো আনোয়ারুল হোসাইন, পুলিশ পরিদর্শক দেবাশীষ সরকার ও পুলিশ পরিদর্শক (নি) শাহিন মিয়ার নেতৃত্বে এসআই (নি) মো মাহাবুল আলম মণ্ডল, এসআই (নি) শাহিদুল আলম, এএসআই (নি) ভূলন চন্দ্র দেব, এএসআই (নি) দুলাল হোসাইন, কনস্টেবল আব্দুল কাদির, কনস্টেবল মাসুদুর রহমান, কনস্টেবল ইকবাল হোসেন, কনস্টেবল জালাল উদ্দিন ও কনস্টেবল দীপু সিংহ সমন্বয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত দল গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালি মডেল থানাধীন মহানগরীর সোবহানীঘাট থেকে বন্দরগামী রাস্তায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মেহেদি আটক করে।
এসময় এই বিপুল পরিমাণ ভারতীয় পণ্য চোরাচালানে জড়িত থাকায় অলিউর রহমান (পিতা তোতা মিয়া, শ্যামপুর, জৈন্তাপুর, সিলেট) নামের একজনকে গ্রেফতার করা হয়।
এছাড়া এসব অবৈধ মেহেদি বহনকাজে ব্যবহৃত লেগুনা গাড়ি (সিলেট ছ-১১-১৯২৮) আটক করা হয়েছে।
আটক ‘কাবেরি’ নামের এই মেহেদির আনুমানিক বাজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে মেহেদিগুলো অবৈধভাবে চোরাকারবারিদের সহায়তায় জৈন্তাপুরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে বিক্রির উদ্দেশ্যে সিলেট মহানগরীতে নিয়ে আসা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply