নিজস্ব প্রতিবেদক : সিলেটে ১১ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন জেলা প্রশাসনের সহযোগিতায় মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এর আয়োজন করছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাফায়েত মো শাহেদুল ইসলাম, সৈয়দ আমিনুর রহমান ও শহিদুল ইসলাম চৌধুরী এবং ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ।
প্রস্তুতি সভায় সরকারি বিভিন্ন দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply