স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ ডা শামসুল আলম মিলন স্মরণে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যা ৬টায় মহানগরীর নজরুল একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসদের জেলা সহ সভাপতি শামীম আখতার। মহানগর নেতা গিয়াস আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আহমদ, জেলা বিএমএর সাবেক সাধারণ সম্পাদক ডা মঈনুল ইসলাম, মহানগর সমন্বয়ক মিশফাক আহমদ চৌধুরী মিশু, জেলা সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক লাল মোহন দেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলেমান আহমদ, জেলা নেতা শমসের আলম আলগীর ও মহানগর নেতা আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া।
আলোচনা সভার শুরুতে কিউবার নেতা ফিদেল কাস্ত্রো, শহীদ ডা মিলন, শহীদ আসাদ, বাচ্চু, মাসুদ ও হারুন সহ গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
Leave a Reply