নিজস্ব প্রতিবেদক : রফতানি উন্নয়ন ব্যুরো ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে ‘ডকুমেনটেশন ফর এক্সপোর্ট-ইমপোর্ট প্রসিজিউর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মহানগরীর জেল রোডে চেম্বার ভবনে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খন্দকার সিপার আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, রফতানি উন্নয়ন ব্যুরোর গবেষণা কর্মকর্তা মহিউদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, রফতানি উন্নয়ন ব্যুরোর পরিচালক জাকির হোসেন। আলোচনায় অংশ নেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির রফতানি সংক্রান্ত কমিটির আহ্বায়ক হিজকিল গুলজার, সদস্য ফালাউদ্দিন আলী আহমদ ও সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণলতা রায়।
Leave a Reply