নিজস্ব প্রতিবেদক : সিলেটে আবারো বিনা খরচে ঠোঁটকাটা, তালুকাটা ও আগুনে পোড়া ব্যক্তিদের প্লাস্টিক সার্জারি কার্যক্রম শুরু হয়েছে।
রোটারি ক্লাব অব জালালাবাদের উদ্যোগে মহানগরীর তেলিহাওর এলাকায় পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এ চিকিৎসাসেবা ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।
এতে যুক্তরাষ্ট্র্, কানাডা ও নেদারল্যান্ড থেকে আসা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসকরা অস্ত্রোপচার সহ সকল ধরনের চিকিৎসা দেবেন। এ জন্যে রোগীদের কোন অর্থ ব্যয় হবেনা।
বুধবার প্রাথমিক পর্যয়ে রোগী বাছাই করা হয়। প্রায় ২শ রোগীকে চিকিৎসার জন্যে নির্ধারণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রোটারি ডিস্ট্রিক গভর্নর রোটারিয়ান দিল নাশিন মহসিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিডিজি রোটারিয়ান সহিদ আহমদ চৌধুরী, ডিজিই রোটারিয়ান এম আতাউর রহমান পীর, রোটাপ্লাস্টের টিম লিডার টম ফক্স, মেডিকেল প্রধান এঞ্জেলো কাপ্পওজি, পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা এম এ আহবাব, অধ্যাপক ডা রোকন উদ্দিন ও রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট রোটারিয়ান মাসুদ আহমদ চৌধুরী। পরিচালনায় ছিলেন, সেক্রেটারি রোটারিয়ান তানভীর আহমদ চৌধুরী।
Leave a Reply