সিলেট জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি ও ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের এক প্রতিবাদ সভা রবিবার জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এতে নেতৃবৃন্দ অভিযোগ করেন. ‘করোনা’কালে বিতরণকৃত ত্রাণ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বাতিলকৃত কমিটির স্বঘোষিত সভাপতি বিএনপি নেতা গোলাম হাদি সাইফুল অপপ্রচার চালাচ্ছেন।
তারা উল্লেখ করেন, ‘করোনা’ দুর্যোগ মোকাবেলায় সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ট্রাক কাভার্ডভ্যান মালিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ২ এপ্রিল ও ৬ এপ্রিল প্রায় ৪ হাজার শ্রমিককের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া প্রথম দিকেই ৫ হাজার শ্রমিক পরিবারে ত্রাণ দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেনের উদ্যোগে আরো কয়েক হাজার শ্রমিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।
সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সৈয়দ মকসুদ আহমদ ও জেলা ট্রাক পিকাপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার।
Leave a Reply