নিজস্ব প্রতিবেদক : সিলেটে টিলা কাটার অপরাধে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতে দুই জনের ১৫ দিনের কারাদণ্ড হয়েছে।
পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন বুধবার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানাধীন বাহুবল এলাকায় টিলা কেটে মাটি পরিবহনকালে পরিবেশ অধিদপ্তর দুই জনকে আটক করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে এই সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলো, সৈয়দ মিয়া (৫০, পিতা মৃত এলো মিয়া, লালকাটংগি) ও শংকর মহাল (৪৫, পিতা কার্তিক মহাল, খাদিম চা বাগান)।
অভিযানকালে শাহপরাণ থানার উপপরিদর্শক মোহাম্মদ মনিরের নেতৃত্ব পুলিশের একটি দল সহযোগিতা করে।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দেন, পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো বদরুল হুদা। এছাড়া পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী রুবেল মিয়াও উপস্থিত ছিলেন।–সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply