নিজস্ব প্রতিবেদক : সিলেটে টিলা কাটার অপরাধে ৫ জনকে একমাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় ও জেলা কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালত রবিবার অপরাধীদেরকে এই সাজা দেয়।
পরিবেশ অধিদপ্তর জানায়, মহানগরীর আখালিয়া এলাকার দু্স্কি নামক স্থানে টিলা কাটা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন অভিযান চালান। এতে সার্বিক সহায়তা দেন, সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার উপপরিদর্শক দেবাশীষ দেব। এ সময় বেআইনিভাবে টিলা কাটার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়।
তবে অভিযান টের পেয়েই টিলা কাটার ঠিকাদার পারভেজসহ অন্যরা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আদেশ দেন।
এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ (খ) লঙ্ঘন করে টিলা কাটার অপরাধে গ্রেফতারকৃত ৫ জনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দেন, পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো বদরুল হুদা।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply