নিজস্ব প্রতিবেদক : সিলেটের লালাবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল-টিআরসি ৪র্থ ব্যাচের প্রশিক্ষণার্থীদের মনোজ্ঞ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
আরআরএফ, সিলেটের কমান্ড্যান্ট মাহমুদুর রহমানের সভাপতিত্বে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট রেঞ্জ পুলিশের উপ মহাপরিদর্শক কামরুল আহসান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান, সুনামগঞ্জের পুলিশ সুপার বরকত উল্লাহ খান, মৌলভীবাজারের পুলিশ সুপার মো শাহজালাল, হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা, অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম, মহানগর পুলিশের উপ কমিশনার রেজাউল করিম, ফয়সল মাহমুদ ও তোফায়েল আহমদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও মদন মোহন কলেজের অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ।
আরআরএফ নোয়াখালী পুলিশ ট্রেনিং স্কুলের সংযুক্ত ট্রেনিং সেন্টার হিসেবে টিআরসি ৪র্থ ব্যাচে হবিগঞ্জ জেলার ৯৫ জন, মৌলভীবাজার জেলার ৮৬ জন ও মুন্সীগঞ্জ জেলার ৬৩ জন সহ সর্বমোট ২৪৪ জন কনস্টেবল ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত করেছেন।
প্রশিক্ষণে মাসকেট্রি (ফায়ারিং) বিষয়ে টিআরসি-১৫ মেহেদী হাসান, প্যারেড বিষয়ে টিআরসি-১২১ মিনহাজুল ওয়াজেদ পিনন, পিটি বিষয়ে টিআরসি-১২৩ সজল দাস, আইন বিষয়ে টিআরসি-২২ আমজাদ হোসেন ও সর্ব বিষয়ে টিআরসি-২২৮ মো জুয়েল মিয়া শ্রেষ্ঠ নির্বাচিত হয়ে প্রধান অতিথির নিকট হতে মেডেল ও সনদপত্র গ্রহণ করেন।
Leave a Reply