নিজস্ব প্রতিবেদক : সিলেটে তিনদিনের টানা বর্ষণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। নিমজ্জিত হয়েছে প্রায় এক হাজার হেক্টর জমির বোরো ফসল। পানি দ্রুত না নামলে ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করা হচ্ছে।
বুধবার থেকে সিলেটে কখনো হালকা আবার কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে। সেই সাথে নেমে আসছে পাহাড়ি ঢল। আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার সকাল ৬টা থেকে দুপুর ১২াট পর্যন্ত ৩৮ মিলিমিটার বৃষ্টি হয়। আরো বৃষ্টি হবে।
কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত সিলেটে প্রায় এক হাজার হেক্টর জমির বোরো ফসল নিমজ্জিত হয়েছে। দুয়েক দিনের মধ্যে পানি না নামলে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে।
Leave a Reply