অধ্যাপক ডা মো নজরুল ইসলাম ভূঁইয়াকে আহ্বায়ক ও আব্দুল জলিলকে সদস্য সচিব করে টাঙ্গাইল জেলা সমিতি, সিলেটের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে, সিলেটে বসবাসরত টাঙ্গাইল জেলার বাসিন্দাদের নিয়ে গঠিত টাঙ্গাইল জেলা সমিতির ১৭ সদস্যের আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, মো আলমগীর হোসেন, মো সোলায়মান খান মিল্টন, মো শাহাদাত হোসেন মির্জা, মো ইয়াসিন ইকবাল, মো আকবর হোসেন, মো আবুল কালাম আজাদ, মো আজিজুল হক (১), মানিক চন্দ্র সাহা, মো আনোয়ার হোসেন, মো এরশাদ হোসেন, মো আব্দুল হাই ছামেনী, মো নাজমুল হাসান নীপু, মো আজিজুল হক (২) ও মো রুহুল আমিন।
Leave a Reply