নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন কুমারগাঁওয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ১৫০ মেগাওয়াট সিলেট গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে কর্মরত এক চীনা নাগরিক স্বদেশী সহকর্মীর ছুরিকাঘাতে নিহত হয়েছে।
পুলিশ জানায়, এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ১২ জন চীনা নাগরিক কাজ করে। থাকে মহানগরীর পশ্চিম পাঠানটুলা আবাসিক এলাকার বি ব্লকে ১১/৯ নম্বর বাড়ির পঞ্চম তলায়।
মঙ্গলবার সকাল ৮টার দিকে দুই চীনা সহকর্মীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে একজন অপরজনকে ছুরিকাঘাত করলে দুজনেই আহত হয়।
আহত জিউ চাওকে প্রথমে রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পাঠানো হয় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। ওয়েই ওয়ান্টাওকেও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ সেখানকার হিমাগারে রাখা হয়েছে।
খবর পেয়ে সিলেট কোতয়ালি মডেল থানার ওসিসহ অন্যান্য কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যান।
জিউ চাও পুলিশ হেফাজতে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Leave a Reply