সিলেট জেলা প্রেসক্লাবের ফ্যামেলি ডে ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শনিবার সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, সহ সভাপতি মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনির, ক্রীড়া-সংস্কৃতি সম্পাদক ফয়সল আহমদ মুন্না, প্রচার-প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল, দফতর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, নির্বাহী সদস্য তুহিনুল হক তুহিন, ইমরান আহমদ ও রজত চক্রবর্তী।
ফ্যামেলি ডে উপলক্ষে একটি স্মারক প্রকাশ করবে জেলা প্রেসক্লাব। এতে জেলা প্রেসক্লাব ও সিলেটের সাংবাদিকতা বিষয়ক লেখা স্থান পাবে। যারা লেখা দিতে আগ্রহী তাদেরকে সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলের কাছে জমা তা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
Leave a Reply