ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও জেলার ১৩টি উপজেলা ক্রীড়া সংস্থার অংশগ্রহণে ‘জেলা প্রশাসক কাপ আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট ২০১৬ শুরু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার এসএম রোকন উদ্দিন, পুলিশ সুপার মনিরুজ্জামান, আরএফএল কোম্পানির মহাব্যবস্থাপক হাসান মোহাম্মদ মঞ্জুরুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমদ সেলিম প্রমুখ।
Leave a Reply