পবিত্র রোজা উপলক্ষে সিলেটে জেলা পুলিশ ও জেলা প্রেসক্লাবের এবং সুনামগঞ্জে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সিলেট মহানগরীর রিকাবীবাজারে জেলা পুলিশ লাইনসে জেলা পুলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনের করা হয়। এতে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম, পুলিশের ডিআইজি কামরুল আহসান, জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশ সুপার মনিরুজ্জামান, সিলেট সিটি কর্রপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন কামরান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
একই দিন মমহানগরীর কুমারপাড়ায় একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সাংসদ মহিবুর রহমান মানিক, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও সৈয়দা জেবুন্নেসা হক, নর্থইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড আতফুল হাই শিবলী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ লালা এবং বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, সিসিক মেয়র, সাবেক মেয়র ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগ দেন।
এছড়া নবগঠিত জাতীয় শ্রমিক লীগ সুনামগঞ্জ সদর উপজেলা শাখার পরিচিত সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এর আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র নাদের বখত। বিশেষ অতিথি ছিলেন, জেলা শ্রমিক লীগের আহবায়ক সেলিম আহমেদ, যুগ্ম আহবায়ক নূরুল হক ও সদস্য সচিব সাইফুল ইসলাম মুবিন। সভাপতিত্ব করেন, সংগঠনের সদর উপজেলা সভাপতি ইকবাল বখত সুমন। পরিচালনা করেন, সাধারণ সম্পাদক মিঠুন চন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, পিপি অ্যাডভোকেট খায়রুল কবীর রুমেন, জেলা পরিষদ সদস্য ফৌজিআরা বেগম শাম্মী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, অ্যাডভোকেট আক্তারুজ্জামান সেলিম ও তনুজ কান্তি দে।
Leave a Reply