নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের প্রথম দিনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার সকাল থেকে সিলেট আঞ্চলিক সার্ভার স্টেশনে জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো আজিজুল ইসলামের কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত সদস্য পদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।
নতুন কাঠামোর এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্যের ১৫টি পদে ১শ ১৭ জন এবং সংরক্ষিত নারী সদস্যের ৫টি পদে ২৬টি মনোনয়পত্র সংগ্রহ করা হয়েছে।
প্রথম দিন চেয়ারম্যান পদে ২ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন ও সংরক্ষিত সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা পরিষদের এই প্রথম নির্বাচনে ১ হাজার ৩শ ৪৩ জন ভোটার ২৮শে ডিসেম্বর ভোটাধিকার প্রয়োগ করবেন। এই নির্বাচনে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা ২১ সদস্যের পরিষদ নির্বাচিত করবেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।
Leave a Reply