বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক’ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, অন্যতম নেতা নজরুল ইসলাম ময়ুর, জেলা সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহীন, মহানগর সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী, জেলা নেতা আহাদুস সামাদ চৌধুরী, মহানগর মুক্তিযোদ্ধা দলের আহবায়ক সালেহ আহমদ খসরু, মহানগর বিএনপি নেতা এমদাদ হোসেন চৌধুরী, মুফতি বদরুন নূর সায়েক, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, সিটি কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, জেলা বিএনপি নেতা একেএম তারেক কালাম, শাহাব উদ্দীন, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা সুরমান আলী, বিএনপি নেতা আব্দুল মতিন ও ডা নাজমুল ইসলাম। পরিচালনায় ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
কোরআন থেকে তেলাওয়াত করেন বিএনপি নেতা ডা আশরাফ আলী।
Leave a Reply