আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমনকে সামনে রেখে জেলা ও মহানগর আওয়ামী লীগ বিশেষ বর্ধিত সভার আয়োজন করেছে।
শনিবার দুপুর ২টায় সিলেট মহানগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়ামে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি থাকবেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সিলেট-১ আসনের সংসদ সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রধান বক্তা থাকবেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিশেষ অতিথি থাকবেন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
বিশেষ বর্ধিত সভায় সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে দলীয় নির্বাচিত জনপ্রতিনিধি, জেলা ও মহানগর আওয়ামী লীগের সকলস্তরের নেতাকর্মী, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও আহবায়ক-যুগ্ম আহবায়ক এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক ও আহবায়ক-যুগ্ম আহবায়কবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply