নিজস্ব প্রতিবেদক : সিলেটে জেন্ডার সচেতনতা বিষয়ে কৌশলপত্র প্রণয়ন শীর্ষক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় জেলা প্রশাসন এর আয়োজন করে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো রাহাত আনোয়ার। সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো শহিদুল ইসলাম চৌধুরী। মূল বিষয় উপস্থাপন করেন, প্রাসঙ্গিক বিষয়ে আরো বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের জেন্ডার বিশেষজ্ঞ কামরুন্নেসা নাজলী। সিনিয়র ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অফিসার এনামুল হক ও ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর খন্দকার রবিউল আউয়াল।
আলোচনায় অংশ নেন, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, সচেতন নাগরিক কমিটি-সনাকের সভাপতি অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, বোয়ালজুড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনহার মিয়া, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, মাথিউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা, গোলাপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সাহানা হোসাইন প্রমুখ।
Leave a Reply