নিজস্ব প্রতিবেদক : অন্যান্য শিক্ষা বোর্ডের মতো সিলেট শিক্ষা বোর্ডের অধীনেও বুধবার থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট-জেডিসি পরীক্ষা শুরু হয়েছে।
এবার সিলেট শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৫৮ জন। এ সংখ্যা গত বছরের চেয়ে ১ হাজার ৩শ ৫৫ জন বেশি। এবার বাংলা দ্বিতীয়পত্র, এবং ইংরেজি প্রথমপত্র ও দ্বিতীয়পত্র ছাড়া অন্যসব বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেয়া হচ্ছে।
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
Leave a Reply