সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার সদস্য বিভিন্ন বেসরকারি টেলিভিশনে কর্মরত ৫৬ জন সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন।
রবিবার দুপুর দেড়টার দিকে একযোগে তারা সিলেট কোতয়ালি থানায় এই জিডি করেন।
ইমজার সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরী জানান, সাদাপোশাকে কাউকে গ্রেফতারের ক্ষেত্রে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে; কিন্তু আদালতের নির্দেশকে অমান্য করে গত বৃহস্পতিবার রাতে সিলেটে এক জ্যেষ্ঠ সাংবাদিককে সাদা পোশাকধারী পুলিশ গ্রেফতার করে। প্রায় দুই ঘণ্টা গ্রেফতারের কথা স্বীকারও করেনি। ভবিষ্যতে যাতে কারো ক্ষেত্রে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্যই নিরাপত্তা চেয়ে জিডি করা হয়েছে।
কোতয়ালি থানার ওসি সেলিম মিয়া জানান, সাংবাদিকদের জিডি গ্রহণ করা হয়েছে।
Leave a Reply