নিজস্ব প্রতিবেদক : সিলেটে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীরউত্তমের ৪০তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার দুপুরে বিএনপি নেতা কাইয়ুম চৌধুরীর উদ্যোগে দোয়া ও খাদ্যবিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
দক্ষিণ সুরমার বাবনার মোড়ে অসহায় ও পথশিশুদের মাঝে রান্না করা খাদ্য বিতরণ করেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী।
এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মখন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম, নিজাম উদ্দিন তরফদার, গোলাম মুস্তফা কামাল, বর্তমান আহবায়ক কমিটির সদস্য কোহিনূর আহমেদ, কৃষক দলের আহবায়ক ফয়জুল ইসলাম পীর ও সদস্য সচিব বখতিয়ার আহমদ ইমরান।
Leave a Reply