নিজস্ব প্রতিবেদক : সিলেটে জাসদের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আয়েজিত এ প্রতিনিধি সভায় সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে দলীয় নেতাকর্মীরা যোগ দেন।
জাসদের জেলা ও মহানগর শাখা আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন, দলের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ নূরুল আম্বিয়া। প্রধান বক্তা ছিলেন, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। সভাপতিত্ব করেন, সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ সভাপতি কলন্দর আলী ও গিয়াস উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক করিম শিকদার ও মোহাম্মদ মহসিন এবং যুক্তরাজ্য সভাপতি আব্দুল মছব্বির।
Leave a Reply