নিজস্ব প্রতিবেদক : বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে সিলেটে জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে সাংবাদিকদের ‘হেপাটাইটিস বি’ স্ক্রিনিং করা হয়েছে।
শনিবার, ৯ জুলাই সকাল থেকে দুপুর পর্যন্ত মহানগরীর মধুশহীদে ল্যাব এইড সিলেটে বীকন ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন হয়।
কর্মসূচির উদ্বোধন পর্বে প্রধান অতিথি ছিলেন সিলেট নিযুক্ত ভারতের সহকারী রাষ্ট্রদূত নীরাজ কুমার জয়সওয়াল
সভাপতিত্ব ও মূল বক্তব্য উপস্থাপন করেন জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলোজি বিভাগের প্রধান অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাব ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার প্রতিষ্ঠাকালীন সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকাবাল সিদ্দিকী ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।
প্রধান অতিথির বক্তব্যে নীরাজ কুমার জয়সওয়াল সাংবাদিকদের নিয়ে এমন একটি আয়োজন করার জন্যে ডা মামুন আল মাহতাব স্বপ্নীল সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
তিনি ‘হেপাটাইটিস বি’র ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করার উপর গুরুত্ব আরোপ করে বলেন, গণমাধ্যমকর্মীরা এ ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
ডা মামুন আল মাহতাব স্বপ্নীল বলেন, দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজের মেডিসিন ওয়ার্ডে প্রতিবছর চিকিৎসাধীন রোগীর মধ্যে ১০ থেকে ১২ শতাংশই লিভার রোগে আক্রান্ত। এর মধ্যে বেশিরভাগই আবার ‘হেপাটাইটিস বি’ ভাইরাস জনিত লিভার রোগে আক্রান্ত থাকেন। এক তৃতীয়াংশের মৃত্যুর কারণও এই লিভার রোগ।
তিনি উল্লেখ করেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও ২০৩০ সালের মধ্যে ‘হেপাটাইটিস বি’ নির্মূলে এসডিজি অর্জনে অঙ্গীকারবদ্ধ। এজন্য চ্যালেঞ্জটাও পাহাড়সম। কারণ এখনও ঘাটতি রয়েছে লিভার বিশেষজ্ঞ আর বিশেষায়িত লিভার চিকিৎসা প্রতিষ্ঠানের। এর চেয়ে বড় চ্যালেঞ্জ মানুষকে সচেতন করা।
ডা মামুন আল মাহতাব স্বপ্নীল জানান, এ কর্মসূচিতে কারও ‘হেপাটাইটিস বি’ রোগ শনাক্ত হলে তিনি প্রয়োজনীয় চিকিৎসার ক্ষেত্রে সর্বান্তক সহযোগিতা করবেন।
Leave a Reply