সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী ও ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ আল ফারুকসহ ৭ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সোমবার দুপুরে একটি মামলায় আদালতে হাজিরা দিতে গেলে জামিন নামঞ্জুর করে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ মামলাটি রাজনৈতিক প্রতিহিংসামূলক গায়েবি বলে আখ্যায়িত করেছেন।
সিলেট অঞ্চল, জেলা ও মহানগর জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেছেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই মামলায় ইতোমধ্যে উচ্চ আদালত থেকে আগাম জামিন ও নিয়মিত হাজিরা থাকা স্বত্ত্বেও জামিন নামঞ্জুর করে নেতৃবৃন্দকে কারাগারে প্রেরণের ঘটনায় সিলেটবাসী বিস্মিত। অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দিকে নিঃশর্ত মুক্তির দিতে হবে।
জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সিলেট অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা দক্ষিণের আমীর অধ্যাপক আব্দুল হান্নান, নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ ও সেক্রেটারি নজরুল ইসলাম, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসেন খান, নায়েবে আমীর উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার ও সেক্রেটারি জয়নাল আবেদীন, সিলেট মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও ড নূরুল ইসলাম বাবুল বিবৃতিতে বলেন, ক্ষমতাসীন সরকার দেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছে এবং দেশের গণতন্ত্রকামী মানুষ যখন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে নামতে শুরু করেছে সেই সময়ে জনমনে ভীতি সঞ্চার করে জাতির দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই দেশব্যাপী জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দের উপর গ্রেফতার জুলুম নিপীড়ন চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় ষড়যন্ত্রমূলক মামলায় শীর্ষ নেতৃবৃন্দের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়; কিন্তু জুলুম-নিপীড়ন চালিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের দমিয়ে রাখা যাবেনা।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply