ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা, উপাসনালয় ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট মিলন ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সুজিত দাশের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর সভাপতি অ্যাডভোকেট সুনিল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গঙ্গেশ চন্দ্র দাশ, জেলা সাধারণ সম্পাদক অদীন্দ্র দেব, সহ সভাপতি দুলাল সরকার, নৃপেন্দ্র কুমার দাস, মহানগর সহ সভাপতি লিটন রায়, জেলা সাংস্কৃতিক সম্পাদক বিমল চন্দ্র, সহ সম্পাদক পান্না লাল ধর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শান্ত কুমার কর, সদস্য ধ্রুবজ্যোতি দে প্রমুখ।
পরে একটি বিক্ষোভ মিছিল মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply