নিজস্ব প্রতিবেদক : সিলেটে কেন্দ্রীয় জাতীয় পার্টি ঘোষিত ১৩ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি প্রত্যাখ্যান করা হয়েছে।
রবিবার দুপুরে মহানগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সিলেট জেলা জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীদের পরিচয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন প্রত্যাখ্যানের এ ঘোষণা দিয়ে ৯১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
জেলা জাতীয় পার্টির সাবেক জ্যেষ্ঠ সহ সভাপতি জহির উদ্দিন পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, দলীয় নেতা বাশির আহমদ।
তিনি দাবি করেন, জাতীয় পার্টির নামধারী কিছু পাতিনেতা ব্যাংক লুট করে নিজেদেরকে বাঁচাতে দলের কেন্দ্রীয় অর্থলোভীদের মাধ্যমে বর্তমান চেয়ারম্যানকে বিভ্রান্ত করে প্রেসিডিয়ামের মতো গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন। আহবায়ক পদে দায়িত্ব পালনে ব্যর্থতা স্বীকারের পরও ফের পেয়ে গেছেন একই পদ। আগেরবার আড়াই-তিন বছর দায়িত্ব পালন করলেও ১৩ উপজেলা, ৫ পৌরসভা ও ৬ থানার একটিতেও সম্মেলন করতে পারেননি।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, সংসদ নির্বাচনে যিনি মাত্র ৪২০ ভোট পেয়েছিলেন তাকেই প্রেসিডিয়াম, অতিরিক্ত মহাসচিব ও জেলা আহবায়কের পদ দিয়ে বারবার পুরস্কৃত করা হচ্ছে। অথচ ত্যাগী নেতাকর্মীরা কোণঠাসা হয়ে আছেন।
Leave a Reply