নিজস্ব প্রতিবেদক : সিলেটে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ২শ শিক্ষার্থীর অংশগ্রহণে জাতীয় নদী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
‘জানবে যদি জাগবে নদী’ এই স্লোগানে শুক্রবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শাবিপ্রবির মিনি অডিটোরিয়ামে নদী বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন রিভারাইনপিপল, সমকাল সুহৃদ সমাবেশ ও সুরমা রিভার ওয়াটারকিপারের যৌথ উদ্যোগে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
এর উদ্বোধন করেন শাবিপ্রবির উপাচার্য ড মো আমিনুল হক ভূঁইয়া। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য শামিন মুরশিদ, রিভারাইনপিপলের মহাসচিব শেখ রোকন, দৈনিক সমকালের ব্যুরো প্রধান চয়ন চৌধুরী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম।
আয়োজকরা জানান, বাংলাদেশ তথা বিশ্বে প্রথমবারের মতো নদী অলিম্পিয়াডের আয়োজন এটি। নতুন প্রজন্মকে নদী সম্পর্কে সম্যক ধারণা দেয়া ও নদীর গুরুত্ব উপলব্ধি করাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে নদী বিষয়ক এমসিকিউ পদ্ধতির পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণকারীদের মধ্য থেকে ২০ জন জাতীয় পর্যায়ের জন্য মনোনীত হয়েছে।
পর্যায়ক্রমে দেশের ৭টি বিভাগ থেকে বাছাইকৃত শিক্ষার্থীরা ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবে।
Leave a Reply