নিজস্ব প্রতিবেদক : এসডিজির আলোকে সাম্রাজ্যবাদ ও তার দালালদের ধারাবাহিক স্বার্থ রক্ষাকারী ও জনস্বার্থ বিরোধী জাতীয় বাজেট প্রত্যাখ্যান করে সিলেটে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার বিকেলে মহানগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে মহাগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদমিনারে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, আবুল কালাম আজাদ। রমজান আলী পটুর পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাজমুল হোসেন, খোকন আহমেদ ও শাহিন আহমদ।
Leave a Reply