‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং ক্যাম্পেইন সিলেটে উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে এ কার্যক্রম উদ্বোধন করেন, একুশে পদকপ্রাপ্ত সংগীত শিল্পী সুষমা দাশ। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আজিজ আহমদ সেলিম, মহানগর পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুদ, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক বদরুজ্জামান সেলিম ও ব্লাস্টের সমন্বয়কারী অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী। ঘোষণাপত্র পাঠ করেন, বাপার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম। পরিচালনায় ছিলেন, জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম সিলেটের নিজস্ব প্রতিবেদক ছামির মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন সিলেটের আহবায়ক কুলসুমা বেগম।
Leave a Reply