ক্রীড়াঙ্গন প্রতিবেদক : সিলেট জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম খেলায় অংশ নেয় গোয়াইনঘাট উপজেলা বালক অনূর্ধ্ব-১৭ দল ও দক্ষিণ সুরমা উপজেলা বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।
খেলা নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে গড়ায়। এতে গোয়াইনঘাট উপজেলা দল ৪-৩ গোলে দক্ষিণ সুরমা উপজেলা দলকে হারিয়ে বিজয়ী হয়।
দ্বিতীয় খেলায় দক্ষিণ সুরমা উপজেলা বালিকা অনূর্ধ্ব-১৭ ফুটবল দল ৪-০ গোলে পরাজিত করে গোয়াইনঘাট উপজেলা বালিকা অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে।
তৃতীয় খেলায় বালাগঞ্জ উপজেলা বালক অনূর্ধ্ব-১৭ ফুটবল দল ১-০ গোলে কানাইঘাট উপজেলা বালক অনূর্ধ্ব-১৭ দলকে পরাজিত করে।
চতুর্থ খেলায় কানাইঘাট উপজেলা বালিকা অনূর্ধ্ব-১৭ ফুটবল দল মাঠে উপস্থিত না হওয়ায় বালাগঞ্জ উপজেলা বালিকা অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে বিজয়ী ঘোষণা করা হয়।
মঙ্গলবার সকাল ৯টায়, সকাল সাড়ে ১১টায়, দুপুর আড়াইটায় ও বিকাল সাড়ে ৪টায় সিলেট জেলা স্টেডিয়াম ৪টি খেলা অনুষ্ঠিত হবে।
Leave a Reply