নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরবাসী আবারো জলাবদ্ধতা আক্রান্ত হলেন। প্রায় দুই ঘণ্টা হয়ে থাকলেন পানিবন্দি। যারা ঘরের বাইরে ছিলেন তাদেরকেও হাঁটু পানি থেকে কোমড় পানি পর্যন্ত ডিঙ্গিয়ে পথ চলতে হয়।
প্রায় দুই বছর পর প্রবল বর্ষণে সিলেট মহানগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল বুধবার দুপুরে। এতে দারুণ বিপাকে পড়েন মহানগরবাসী। অনেকে ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন।
সকাল ৮টা থেকে সিলেটে প্রবল বর্ষণ শুরু হয়। এর আগে বৃষ্টি ছিলো হালকা। প্রবল বর্ষণের ফলে দুপুর ১২টার দিকে জিন্দাবাজার, বারুতখানা, সোনারপাড়া, মিরাবাজার, যতরপুর, শাহজালাল উপশহর, ছড়ারপার, চৌহাট্টা, দরগা গেইট, জেল রোড, হাওয়াপাড়া, কুয়ারপাড়, বিলপাড়, মির্জাজাঙ্গাল, আম্বরখানা, দাড়িয়াপাড়া, নাইয়রপুল, গোয়াইপাড়া, সাপ্লাই, কাজলশাহ্, মদিনা মার্কেট ও সুবিদবাজার সহ মহানগরীর বেশিরভাগ এলাকা তলিয়ে যায়। অনেক দোকানপাট এবং বাসা বাড়িতেও পানি ঢুকে। ফলে বাসাবাড়ির আসবাবপত্র ও দোকানের মালামাল নষ্ট হয়ে গেছে।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জলাবদ্ধতায় আক্রান্ত মহানগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
সিটি কাউন্সিলার রেজওয়ান আহমদ, রাজিক মিয়া, এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, সাইফুল আমীন বাকের, আব্দুল মুহিত জাবেদ, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী আলী আকবর ও প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান সহ সিসিকের বিপুল সংখ্যক পরিচ্ছন্নতা কর্মী নিয়ে মেয়র অবস্থা পর্যবেক্ষণ ও কর্মনির্দেশনা প্রদান করেন।
এসময় হাওয়াপাড়া ও বারুতখানা এলাকায় অবৈধভাবে খালের উপর নির্মিত স্থাপনা ভাঙ্গার নির্দেশ দেন মেয়র। এছাড়া অন্যান্য এলাকার ছড়া ও খালের জলাবদ্ধতা পরিষ্কার রাখা ও রাস্তার পাশের নালা-নর্দমা দ্রুততম সময়ের মধ্যে সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থাও করেন।
Leave a Reply