সিলেট জেলা পুলিশের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় পুলিশ লাইনস সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো মনিরুজ্জামান। জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমার সঞ্চালনায় প্রথমেই প্রধান অতিথি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ড আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া সহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য্য, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নোবেল প্রমুখ।
মতবিনিময় সভায় পুলিশ সুপার জানান, সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সর্তক রয়েছে।
Leave a Reply