সিলেটে এনজেএল ইএনটি সেন্টারের চেয়ারম্যান ও ওসমানী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক নূরুল হুদা নাঈম নিজের জন্মদিনে কয়েকজন রোগীকে বিনামূল্যে নাক, কান ও গলার অস্ত্রোপচারসহ চিকিৎসা সেবা দিয়েছেন।
বুধবার তিনি ৫ জন রোগীর কানের পর্দা জোড়া লাগানোর অস্ত্রোপচার করেন।
ডা. নূরুল হুদা নাঈম জানান, গরীব ও দুস্থ রোগীদের কমমূল্যে চিকিৎসা দেওয়ার পাশাপাশি ২০১১ সাল থেকে তিনি প্রতি জন্মদিনে অন্তত ১০ জন সেবাপ্রার্থীকে নাক, কান ও গলার প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে থাকেন।
করোনার কারণে এবার ৫ জনকে সেবা দেওয়া হয়েছে।
Leave a Reply