নিজস্ব প্রতিবেদক : সিলেটে স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার লক্ষ্যে শুদ্ধাচার ও উত্তমচর্চা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কবি নজরুল অডিটরিয়ামে আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাসির উল্লাহ খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, লেখক ও কলামিস্ট আফতাব চৌধুরী, মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ ও জ্যেষ্ঠ সাংবাদিক ইকরামুল কবির। পরিচালনায় ছিলেন, আরডিসি উম্মে সালিক রুমাইয়া।
Leave a Reply