নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধে সিলেট অঞ্চলের শীর্ষ সংগঠক দেওয়ান ফরিদ গাজীর ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে জননেতা দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদ রবিবার নানা কর্মসূচি গ্রহণ করে।
দুপুরে দেওয়ান ফরিদ গাজীর মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বাদ জোহর হযরত শাহজালাল (র) মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল। পরে প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এরপর বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু। প্রধান বক্তা ছিলেন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বিশেষ বক্তা ছিলেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথি ছিলেন, জেলা অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড এ কে আব্দুল মোমেন ও আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
বিস্তারিত খবর পরে প্রকাশ করা হবে।
Leave a Reply