নিজস্ব প্রতিবেদক : সিলেটে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড ও জন্মগত হৃদরোগীদের মধ্যে ২০১৬-১৭ অর্থ বছরের চতুর্থ কিস্তির আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে মহানগরীর বাগবাড়িতে জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে ৪৭ জনকে ২৩ লাখ ৫০ হাজার টাকার চেক দেয়া হয়। প্রত্যেকে ৫০ হাজার টাকা করে পেয়েছেন।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ ও সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মি, সিলাম সুরমা সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এম আহমদ আলী ও সহায়তাপ্রাপ্ত নাসরিন সুলতানা।
এই পর্যায়ে সিলেট সিটি করপোরেশনে ১১ জন, সদর উপজেলায় ৭ জন, দক্ষিণ সুুরমা উপজেলায় ৫ জন, গোলাপগঞ্জ উপজেলায় ৪ জন, জকিগঞ্জ উপজেলায় ১ জন, কানাইঘাট উপজেলায় ১ জন, গোয়াইনঘাট উপজেলায় ৩ জন, বিশ্বনাথ উপজেলায় ৫ জন, বালাগঞ্জ উপজেলায় ৩ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলায় ২ জন, জৈন্তাপুর উপজেলায় ৪ জন ও কোম্পানীগঞ্জ উপজেলায় ১ জন আর্থিক সহায়তা পেয়েছেন।
Leave a Reply