নিজস্ব প্রতিবেদক : সিলেটে জঙ্গি আস্তানায় নিহতদের মধ্যে জঙ্গি মাইনুল ইসলাম মুসা আছে কি না তা নিশ্চিত করতে তার মায়ের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
মৃতদেহ শনাক্ত করতে বৃহম্পতিবার দুপুরে মাইনুল ইসলাম মুসার মা সুফিয়া বেগম ও বোন কামরুন নাহার রাজশাহীর বাঘমারা থেকে সিলেট আসেন। পরে যান ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে; কিন্তু বিকৃত মৃতদেহ শনাক্ত করতে পারেননি।
পুলিশ জানিয়েছে, এমনিতে মৃৃতদেহ শনাক্ত করা সম্ভব না হলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তা শনাক্ত করা হবে। এ জন্যে সুফিয়া বেগমের ডিএনএ সংগ্রহ করা হয়েছে।
সিলেট কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply