বিশেষ প্রতিবেদক : কুমিল্লা সদর উপজেলার দ্বিতীয় মুরাদপুর গ্রামের মো শহিদুল ইসলামের মেয়ে আছরিন সুলতানা নিপা। মেধাবী এই শিক্ষার্থী এবার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সুযোগ পেয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজে পড়াশোনার। তাদের গ্রামে এই প্রথম কোন মেয়ে ডাক্তারি পড়ার সুযোগ পাওয়ায় তাকে নিয়ে গ্রামবাসীর সেকি আনন্দ। পাড়াপড়শী সবাই তাদের বাড়িতে গিয়ে অভিনন্দন-শুভেচ্ছা জানিয়েছেন।
মুদি দোকানদার বাবা শহিদুল ইসলাম অনেক কষ্টে মেয়েকে লেখাপড়া করাচ্ছেন। মেয়ের অর্জনে আনন্দে-গর্বে বুক ভরে উঠেছিল তার; কিন্তু সিলেটে এসে ছিনতাইয়ের শিকার হয়ে পরিবার ও গ্রামবাসীর সেই আনন্দ এখন ম্লান হবার পথে। এক অজানা আশংকা সকলকে ঘিরে ফেলেছে।
শনিবার ছিল ওসমানী মেডিকেল কলেজে ভর্তি হওয়ার নির্ধারিত দিন। তাই মেয়েকে নিয়ে বাবা শুক্রবার রাতে এসে সিলেটে পৌঁছেন। সঙ্গে ছিল আছরিন সুলতানা নিপার ছোট ভাই। রাত আড়াইটার দিকে মহানগরীর সুরমা পয়েন্ট থেকে একটি রিক্সা নিয়ে মেডিকেল রোডের দিকে যাচ্ছিলেন তারা; কিন্তু কাজলশায় মেডিনোভা মেডিকেল সার্ভিসেসের সামনে আসামাত্র একটি অটোরিক্সা তাদের রিক্সার গতিরোধ করে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে অটোরিক্সা থেকে এক ছিনতাইকারী নেমে বাবার গলায় ছুরি ঠেকায়। অটোরিক্সায় থাকা এক মহিলা ছিনতাইকারী দ্রুত নেমে এসে তাদের কাছ থেকে প্রায় ২৫ হাজার টাকা, ২টি মোবাইল সেট এবং যাবতীয় কাগজপত্র রাখা একটি মেরুন রঙয়ের ব্যাগ নিয়ে যায়। মধ্যরাতে অসহায় দুই ভাই-বোন অটোরিক্সার পেছন পেছন দৌঁড়ে দৌঁড়ে ছিনতাইকারীদের সার্টিফিকেটগুলো ফেরত দেয়ার জন্য কাকুতি মিনতি জানালেও তা ফেরৎ পেতে ব্যর্থ হয়।
এ সময় রাস্তায় টহলরত পুলিশ সদস্যদের বিস্তারিত জানানোর পরদিন সকালে কোতয়ালি থানায় জিডি করা হয়; কিন্তু শনিবার রাত ৯টা পর্যন্ত ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র ভরা ব্যাগটির সন্ধান পুলিশ পায়নি।
ওসমানী মেডিকেল কলেজ অধ্যক্ষ বরাবর দরখাস্ত দিয়েছে আছরিন সুলতানা নিপা। অধ্যক্ষও চলতি মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র পুনরায় নিয়ে আসার সময়সীমা বৃদ্ধি করেছেন।
এদিকে মানসিকভাবে ভেঙ্গে হয়ে পড়েছে আছরিন সুলতানা নিপা। কাগজপত্র ফিরে পেতে ব্যাকুল হয়ে পড়েছে সে। আকুতি জানিয়েছে, কেউ যদি কোথাও কাগজপত্রগুলো পেয়ে যান তাহলে যেন ০১৭১৭০১৯২৭২ নম্বর মোবাইলে যোগাযাগ করেন।
Leave a Reply