নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর মীরের ময়দানে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ব্যাংক কর্মকর্তা আহত হয়েছেন।
বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহত খালেদ আহমদ চৌধুরী সোনালী ব্যাংক জিন্দাবাজার শাখার কর্মকর্তা। তিনি ভোরে ট্রেনযোগে ঢাকা থেকে সিলেট আসেন। রেল স্টেশন থেকে তিনি রিক্সা নিয়ে লন্ডনী রোডে অগ্রণী ১০০ নম্বর বাসায় ফিরছিলেন। মহানগরীর মিরের ময়দানে আসার পর সিএনজি অটোরিক্সা যোগে আসা তিনজন ছিনতাইকারী তার রিক্সার গতিরোধ করে। তারা এ সময় তাকে ছুরিকাঘাত করে সাথে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। তার ব্যাগের ভেতর ২ হাজার টাকা ও প্রয়োজনীয় কাজগপত্র ছিলো।
Leave a Reply