নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড এ কে আব্দুল মোমেন সদর উপজেলার ১ হাজার ৮শ ৮৮ জন চা শ্রমিকের মাঝে সমাজসেবা অধিদফতরের অনুদানের চেক বিতরণ করেছেন।
শনিবার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি এই অনুদানের চেক সংশ্লিষ্টদের হাতে তুলে দেন।
প্রত্যেক শ্রমিককে ৫ হাজার টাকা করে সর্বমোট ৯৪ লাখ ৪৪ হাজার টাকার চেক দেওয়া হয়।
পররাষ্ট্রমন্ত্রী উপজেলার ৭টি স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থার মাঝেও অনুদানের চেক বিতরণ করেন।
এ সময় তিনি বলেন, সরকার চা শ্রমিকদের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম উদ্দিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাস, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফারহানা নাসরিন ও চা শ্রমিক নেতা রাজু গোয়ালা।
Leave a Reply