নিজস্ব প্রতিবেদক : সিলেটে চালের বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার সকালে মহানগরীর কালিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো আমিরুল ইসলাম মাসুদ। সহযোগিতায় ছিল র্যাব ৯ এর একটি দল।
অভিযানকালে অতিরিক্ত মূল্যে চাল বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকায় প্রদর্শিত মূল্য ও প্রকৃত বিক্রয় মূল্যের মধ্যে সামঞ্জস্য না থাকা এবং পাকা রশিদ সংরক্ষণ না করার অপরাধে মেসার্স সোলেমান ট্রেড্রাস, মেসার্স মখদ্দস এন্ড জাকির ট্রেডার্স, মেসার্স খালেদুস সামাদ ট্রেডার্স, মেসার্স আমিনুর রশিদ ট্রেডার্স ও মেসার্স মতিউর রহমান এন্ড ব্রাদার্স ট্রেডার্সকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, চালের বাজারে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply