সিলেটে চারু শিক্ষালয় চিত্রনের যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শ্রীহট্ট সংস্কৃত কলেজে দুইদিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক জামাল আহমদ।
চিত্রন পরিচালক শিল্পী সত্যজিৎ চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চিত্রশিল্পী ও সংগীত পরিচালক হ্যারল্ড রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক চিত্রশিল্পী আনিসুজ্জামান আনিস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক সীমা ইসলাম। দেবাশীষ দেবুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, চিত্রনের শিক্ষার্থী ডা মনিদ্বীপা দাস।
Leave a Reply