সিলেটের সাংস্কৃতিক সংগঠন চারুবাকের দুইদিনব্যাপী সাংস্কৃতিক উৎসব বৃহস্পতিবার রিকাবীবাজারে পুলিশ লাইন্স হাই স্কুল মাঠে শুরু হচ্ছে।
বিকেল ৩টায় আনন্দ শোভাযাত্রার পর জাতীয় সংগীত ও উৎসব সংগীতের মধ্য দিয়ে শুরু হবে শিশুদের নিয়ে এই আয়োজন। এতে প্রধান অতিথি থাকবেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো নিশারুল আরিফ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন, মেট্টোপলিটন পুলিশের উপ কমিশনার (সদর ও প্রশাসন) মো কামরুল আমীন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা অর্চনা দেব, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব ও নারী উদ্যোক্তা স্বর্ণলতা রায়।
দ্বিতীয় দিন থাকবে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন, একুশে পদকপ্রাপ্ত লেখক গবেষক, প্রকাশক ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক মফিদুল হক। বিশেষ অতিথি থাকবেন, বিশিষ্ট অভিনেতা ও প্রযোজক মনোজ সেনগুপ্ত, নাট্যনির্দেশক ও নাট্যকার দেবাশীষ ঘোষ এবং চারুবাকের উপদেষ্টাবৃন্দ।
উৎসবের থাকছে সংগীত, নৃত্য, আবৃত্তি, খেলাধুলা, কথামালা, লোকগান ও সিলেটের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply