সিলেটে চাঁদপুর জেলা কল্যাণ সমিতির এক প্রতিবাদ সভা শুক্রবার রাতে মহানগরীর জেল রোডে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো কামাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিনয় চন্দ্র রায়ের পরিচালনায় এতে বক্তারা বলেন, মো কামাল হোসেন ভূঁইয়াকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ও সাংগঠনিক ঐক্য নষ্ট করার লক্ষ্যে একটি মহল তথাকথিত চাঁদপুর জেলা কল্যাণ সমিতি নামক আরেকটি সংগঠনের কমিটিতে তাকে সহসভাপতি করে নাম ঘোষণা করেছে।
এই নাম ঘোষণা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক উল্লেখ করে বক্তারা এ ধরনের ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
বক্তারা তথাকথিত চাঁদপুর জেলা কল্যাণ সমিতি নামক অন্য সংগঠনের কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করেন।
সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা কল্যাণ সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি এ বি এম বাচ্চু মিয়া, সহসভাপতি মির্জা হারুনুর রশিদ, হেলাল উদ্দিন মুন্সি, নূরুল আমিন ও মফিজুল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক আতাউর রহমান, মো সামসুজ্জামান ও আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক তারিক হোসেন টিপু, সহসাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বেপারী, অর্থ সম্পাদক মাসুদ কাজী, সহ অর্থ সম্পাদক রফিক মিয়া, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন প্রধান, দপ্তর সম্পাদক রুনা সুলতানা, সমাজকল্যাণ সম্পাদক আলমগীর হোসেন, শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হালিম সরকার, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক এসএসএম ফজলে রাব্বী, কার্যকরী সদস্য মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন তালুকদার, খোরশেদ আলম তালুকদার, নাসির উদ্দিন তালুকদার, ইসমাইল হোসেন মিয়াজি, আলী আশরাফ, উজ্জ্বল মিয়া, একেএম আনোয়ার হোসেন, সাইফুল হোসেন, আব্দুর রহিম, আরিফ হোসেন, মোস্তফা কামাল বাবুল প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply